1716

রাবির মাদার বখশ হল থেকে ককটেল উদ্ধার

রাবির মাদার বখশ হল থেকে ককটেল উদ্ধার

2017-08-20 20:25:23

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে হলের ২০৪ ও ২০৫ নম্বর কক্ষের মধ্যবর্তী স্থানে ককটেলটি পাওয়া যায়।

মতিহার থানার ওসি মেহেদি হাসান বলেন, “আমরা ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছি। তবে আপাতত দৃষ্টিতে এটা ককটেল বলে মনে হয় না। এটা টেপ মোড়ানো একটা বস্তু মনে হচ্ছে।”

২০৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক বলেন, “সকাল ৯টার দিকে আমার কক্ষের সামনে ককটেল সদৃশ বস্তু দেখতে পাই। তাৎক্ষণিক বিষয়টি হল প্রশাসন ও রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাই। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।”

মাদার বখশ হলের প্রাধ্যক্ষ বলেন, “আমার হলের দোতলার ২০৪ ও ২০৫ নম্বর কক্ষের মাঝখানে একটি ককটেল সদৃশ বস্তু পাওয়ার পর আমি প্রক্টরকে জানাই। উনি পরে মতিহার থানাকে অবহিত করেন। পুলিশ এসে এটা নিয়ে যায়।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, “ককটেল পাওয়ার কথা শুনে আমি মতিহার থানা পুলিশকে খবর দিই। পরে উনারা এটা উদ্ধার করে বলেছে, এটা ককটেল না, ককটেল সাদৃশ বস্তু।”

এর আগে গত বৃহস্পতিবার হবিবুর রহমান ও জিয়াউর রহমান হলের কাছে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, সম্প্রতি রাবি ছাত্রলিগকে দেখে নেয়ার হুমকি দিয়েছে ছাত্রলীগ।  

এমএসএল/ ২০ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]