17192

প্রথম আলোর সাংবাদিক করোনায় আক্রান্ত, প্রধান কার্যালয় বন্ধ

প্রথম আলোর সাংবাদিক করোনায় আক্রান্ত, প্রধান কার্যালয় বন্ধ

2020-04-20 22:35:12

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিছুদিন ধরেই তিনি বাসাতেই আইসোলেশনে ছিলেন। তবে সোমবার তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাসহ সব বিষয়ে ওই সংবাদকর্মী ও তাঁর পরিবারের পাশে রয়েছে প্রথম আলো। গণমাধ্যমটির অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এখন থেকে প্রথম আলো প্রকাশের অধিকাংশ কাজ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে।

সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকে কাজ করছেন বলে জানানো হেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে প্রথম আলো কার্যালয়ে সতর্কতামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। সিংহভাগ কর্মী হোম অফিসের মাধ্যমে কাজ করে আসছিলেন।

প্রথম আলো জানিয়েছে, এই দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]