17225

‘জুম’ ব্যবহার নিষিদ্ধ করলো গুগল

‘জুম’ ব্যবহার নিষিদ্ধ করলো গুগল

2020-04-26 20:50:29

পৃথিবীজুড়ে চলছে করোনার দৌরাত্ম্য। মহামারিতে রূপ নিয়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে চলছে লকডাউন। এই দুঃসময়ে বিশ্বের নানান প্রান্তের মানুষজন যোগাযোগের মাধ্যম হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য জুম অ্যাপ্লিকেশন কাজে লাগাচ্ছিলেন। এবার এই জুম অ্যাপই কর্মীদের জন্য নিষিদ্ধ করেছে গুগল।

গুগলের মুখপাত্র জোসে কাস্টানেডার জানিয়েছেন, কর্মীদের ল্যাপটপ থেকে জুম অ্যাপ নিষিদ্ধ করে দেয়ার পেছনে মূল কারণ হচ্ছে তথ্য নিরাপত্তা।

তিনি বলেন, সম্প্রতি আমাদের সিকিউরিটি টিম জানিয়েছে, জুম করপোরেট কম্পিউটারগুলোতে আর চলবে না। কারণ আমাদের কর্মীরা যে অ্যাপ ব্যবহার করেন, তাদের যে সিকিউরিটি স্ট্যান্ডার্ড রয়েছে তার সঙ্গে কোনোভাবেই জুম অ্যাপ্লিকেশন মেলে না।

তিনি আরও বলেন, যদিও গুগল মোবাইল অ্যাপ্লিকেশন এবং ব্রাউজার থেকে জুম ব্যবহার করা যাবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]