17306

ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দিচ্ছে মালয়েশিয়া

ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দিচ্ছে মালয়েশিয়া

2020-05-01 23:54:22

করোনার মধ্যেই ব্যবসা-প্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। আগামী ৪ মে থেকে বেশিরভাগ ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে এক্ষেত্রে সরকার বেশকিছু শর্ত আরোপ করবে। ব্যবসায়ীদের সেগুলো মেনে চলতে হবে।

দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন শুক্রবার (০১ মে) এক ঘোষণায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

দেশটির টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বলেন, যেসব ব্যবসা-প্রতিষ্ঠানের বেশি মানুষের সমাগম ঘটে সেগুলো এখনই খোলার অনুমতি দেওয়া হবে না।

মালয়েশিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশটিতে কডাউন চালু রয়েছে। করোনার প্রকোপ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সে কারণে দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় ইতোমধ্যেই মালয়েশিয়া সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৬৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

লকডাউন চলতে থাকলে এই ক্ষতি আরো বাড়বে। ফলে দেশটির অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। তাই এই ক্ষতিতে না পড়ার জন্য আস্তে আস্তে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মালয়েশিয়া সরকার।

করোনাভাইরাসে মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ হাজারের বেশি। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ১০২ জন। সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ১৭১ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১ হাজার ৭২৯টি। অপরদিকে এখনও ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।

টিআর/ ০১ মে ২০২০

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]