1731

তুমুল সমালোচনার মুখে টেস্ট দলে ফেরানো হলো মুমিনুলকে

তুমুল সমালোচনার মুখে টেস্ট দলে ফেরানো হলো মুমিনুলকে

2017-08-21 00:46:39

টেস্ট স্পেশালিস্ট হিসেবে খ্যাত মুমিনুল হককে কেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হলো না, এ নিয়ে নানা গুঞ্জন। তুমুল সমালোচনার ঝড়। শনিবার নির্বাচকরা দল ঘোষণার পর থেকেই সমালোচনার ঝড় চলতে থাকে।

অবশেষে আজ দুপুরে বিসিবিতে হঠাৎ প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের আগমন এবং তার আগমনের পরই গুঞ্জন শুরু হয়, হয়তো বা মুমিনুলকে ফেরাতেই তিনি মিরপুরে এলেন। গুঞ্জন আরও বাড়তে থাকে, যখন বিসিবি প্রেসিডেন্ট বৈঠকে বসেন প্রধান নির্বাচক এবং কোচের সঙ্গে।

বৈঠক শেষেই বিকাল সাড়ে ৫টা নাগাদ মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি বিগ বস ঘোষণা দিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকছেন মুমিনুল। তবে তাকে অতিরিক্ত হিসেবে ঢোকানো হয়নি। নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে।

এমএসএল 

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com