17317

সত্যজিৎ রায়ের লেখা চিন্তার জগৎকে প্রসারিত করে

সত্যজিৎ রায়ের লেখা চিন্তার জগৎকে প্রসারিত করে

2020-05-02 20:53:21

অস্কারজয়ী সত্যজিৎ রায়ের "বঙ্কুবাবুর বন্ধু" গল্পে একজন সাধারণ স্কুল শিক্ষকের মাধ্যমে ভিন্ন এক গ্রহ ক্রেনিয়াসের প্রাণী অ্যাং-এর যে বর্ণনা পাওয়া যায় তা বাঙালি পাঠককে আজও ভাবায়। অ্যাং প্লুটো গ্রহে যাবার পথে ভুল করে পৃথিবীতে নেমে পড়ে। অ্যাং জানায় সে চোদ্দ হাজার ভাষা জানে।

আবার নিজের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কুর বিভিন্ন কাহিনিতে নানা ধরনের আবিস্কার ও গবেষণার কথা সত‍্যজিৎ রায় তুলে ধরেন দারুণ নিপুণতায়। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর প্রথম আবির্ভাব হয় 'ব্যোমযাত্রীর ডায়রি' গল্পের মাধ্যমে। তারপর থেকে বিভিন্ন বিস্ময়কর কাহিনিতে বার বার হাজির হন তিনি। যেমন 'প্রফেসর শঙ্কু ও ঈজিপ্সীয় আতঙ্ক' গল্পে দেখা যায় চার-হাজার বছরের পুরনো মমির গবেষণার এক এডভেঞ্চার। 'প্রফেসর শঙ্কু ও ফ্র্যাঙ্কেস্টাইন' গল্পে দেখা যায় অন্য ধরনের এক সাহিত্যের স্বাদ। "শঙ্কুর কঙ্গো অভিযান" গল্পে উঠে আসে ভিন্ন ধরনের এক প্রাণির কথা যার মিল পাওয়া প্রাগৈতিহাসিক প্রাণির সাথে। পরবর্তীতে, দেখা যায় আসলে এই প্রাণিটি একটি রোবট এবং একজন ইঞ্জিনিয়ার প্রাণিটি নিয়ন্ত্রণ করে। এই সাসপেন্স সত্যজিৎ তুলে ধরেন বিস্ময়কর উপস্থাপনার মাধ্যমে। তাছাড়া "প্রফেসর শঙ্কু সমগ্র" এর প্রতিটি লেখাই পাঠকের চিন্তার জগতের একটা বিরাট স্থান দখল করে আছে।

অন্যদিকে আমাদের প্রিয় ফেলুদা বিভিন্ন জটিল সমস্যা সমাধানের পথ দেখায়। এই গোয়েন্দা কাহিনিগুলোতে তোপসে ও লালমোহন গাঙ্গুলিকে নিয়ে ফেলুদা বেরিয়ে পড়তেন নানা ধরনের রহস্য ও অপরাধ সমাধান করার জন্য। 'সোনার কেল্লা, 'কৈলাসের কেলেঙ্কারি,' 'বাদশাহী আংটি,' 'গ্যাংটকে গণ্ডগোল,' 'বাক্স-রহস্য,' 'রয়েল বেঙ্গল রহস্য,' 'গোরস্থানে সাবধান' সহ এই সিরিজের প্রতিটি লেখাই পাঠক মনে সাড়া জাগায় আজও।

তিনি একাধারে সৃষ্টি করেছেন প্রফেসর শঙ্কু, ফেলুদা, তাড়িণীখুড়োর মত বাংলা সাহিত্যের শক্তিশালী চরিত্রসহ বিভিন্ন সাহিত্য কর্ম। অন্যদিকে 'পথের পাঁচালি,' 'অপুর সংসার,' 'নায়ক'-এর মতো বহু সুনির্মিত চলচ্চিত্র নির্মাণ করে নিজ গুণে তিনি বিখ্যাত হয়েছেন বিশ্বব্যাপী।

বহু প্রতিভার অধিকারী এই মহান লেখক ও চলচ্চিত্রকারের জন্মদিনে অনেক শ্রদ্ধা জানাই। তাঁর অসাধারণ কর্মের মাধ্যমে বাঙালি হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন।

লেখক,
আহমেদ রেজা,
উপ-পরিদর্শক,
ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এবং
এফ ফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

[email protected]

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]