17327

কোয়ারান্টাইন সময়ে বই পাঠ প্রতিযোগীতার আয়োজন

কোয়ারান্টাইন সময়ে বই পাঠ প্রতিযোগীতার আয়োজন

2020-05-02 23:55:06

কোয়ারেন্টাইনে থমকে আছে দেশ। বিশ্ববিদ্যালয়-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘরে বসে সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা। বিরক্তিকর সময়ে গঠনমূলক কিছু করতে শিক্ষার্থীদের জন্য এক ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়েজন করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রেসক্লাব।

সংগঠনটির উদ্যোগে "বই পড়ুন আলোকিত জীবন গড়ুন" স্লোগান নিয়ে আগামী ২০ মে সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বই পাঠ প্রতিযোগীতা-২০২০ ।

বশেমুরবিপ্রবি প্রেস ক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় বশেমুরবিপ্রবির সাবেক ও চলমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে নিবন্ধন করতে হবে। থাকছে পুরষ্কারের ব্যায়স্থাও। নিবন্ধনের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রতিযোগীর নাম, বিভাগ ও বশেমুরবিপ্রবি লিখে ০১৭৫৬-৬১৪৯৬৯ নাম্বারে
১৮ মে ২০২০ খ্রিষ্টাব্দের মধ্যে পাঠাতে হবে।

প্রতিযোগিতায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান রচিত 'অসামাপ্ত আত্মজীবনী' ও 'কারাগারের রোজনামচা' এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক নিলীমা ইব্রাহীম রচিত 'আমি বীরাঙ্গনা বলছি' বইসমূহ থেকে মোট ৬০ টি এমসিকিউ প্রশ্ন করা হবে। প্রস্তুতি নিতে সময় পাবে আগামী ২০ শে মে পর্যন্ত। প্রতিযোগীতা শুরু হওয়ার পূর্বে প্রতিযোগীকে প্রশ্নের লিঙ্ক মেসেজ করে পাঠানো হবে এবং পাঠানোর ঠিক ৬০ মিনিট পর উত্তর জমা দিতে হবে। সঠিক উত্তরের ভিত্তিতে শীর্ষ ৫ জন প্রতিযোগীকে বশেমুরবিপ্রবি প্রেস ক্লাবের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে।

প্রতিযোগীতার ব্যাপারে বশেমুরবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি তারিক লিটু বলেন, "করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং সবাই গৃহ বন্ধি। এমতাবস্থায় শিক্ষার্থীদের অবসর সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাস পাঠ করার মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবায় তাদেরকে উজ্জ্বীবিত করার প্রত্যয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয় আমাদের বই পাঠ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বই পাঠের প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে তাই বশেমুরবিপ্রবির সকল শিক্ষার্থীকে উক্ত প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান করছি।"

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]