17331

সবার হাসিতে পৃথিবী আবার হাসুক

সবার হাসিতে পৃথিবী আবার হাসুক

2020-05-03 09:01:18

এই কোয়ারেনটিনে থাকার সময়ে মানুষ অনেক অতীতই অনুভব করছে। অনেক স্মৃতি চোখের কোনে চিকচিক করছে। অনেক বক্র চিন্তা মন থেকে চলে গেছে এই ভেবে যে, এসবে লাভ কী? সামনাসামনি দেখা ও থাকার পরেও মাসে যাদের সাথে কথা হতনা তাদের মুখটাও দেখতে মন চাচ্ছে।

আবার নানান সময়ে কাছের যাদের এড়িয়ে যাওয়া তাদের নিয়ে জম্পেস আড্ডা দিতে মন চাচ্ছে। সময়ের পরিক্রমায় আচরণের ভিন্নতায় কাছের মানুষও দূরের হয়, দূরের মানুষও কাছের হয়।

মানুষের যে যার মত করে গতিশীল জীবনে একটা রিশাফল দরকার ছিল, চিন্তার জগতের রিফ্রেশ্মেন্ট দরকার ছিল। করনার দিনের অলস সময় তাই দিল। এখন আমরা যেভাবে সুন্দরের কথা ভাবছি, জীবন ও প্রকৃতির প্রতি যে মায়াটান অনুভব করছি করোনা পরবর্তী জীবনে যেন সেভাবেই চলি। তবেই পৃথিবী অন্যরকম হবে। ভ্রাতৃত্ব ও ভালোবাসাবাসির হবে। সম্পর্ক হবে নির্ভরতার, স্বার্থ-এর নয়। চায়ের কাপে আবার আড্ডার ঝড় উঠুক। সবার হাসিতে পৃথিবী আবার হাসুক।

  • লেখক : এম এ লতিফ
সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]