17373

করোনার প্রথম ‘কার্যকর’ টিকা আবিষ্কারের দাবি ইতালির বিজ্ঞানীদের

করোনার প্রথম ‘কার্যকর’ টিকা আবিষ্কারের দাবি ইতালির বিজ্ঞানীদের

2020-05-06 21:37:42

নভেল করোনাভাইরাসের ‘কার্যকর’ টিকা তৈরিতে সাফল্য দাবি করেছেন ইতালির একদল বিজ্ঞানী। তাদের দাবি, এই টিকা ‘সফলভাবে’ মানুষের শরীরে কাজ করতে সক্ষম।

আরব নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোমের স্পালানজানি হাসপাতালে সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা টিকার পরীক্ষা করেছেন।

বিজ্ঞানীরা বলেছেন, টিকাটি ইঁদুরের ওপর প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে। টিকাটি প্রয়োগের পর ইঁদুরের মধ্যে এমন এক ধরনের অ্যান্টিবডি সক্রিয় হয়ে ওঠে যা ভাইরাস প্রতিরোধী। মানুষের কোষেও ওই একই অ্যান্টিবডি কাজ করতে সক্ষম।

টিকাটি তৈরি করেছে ইতালির জৈবপ্রযুক্তি কোম্পানি টাকিস। কোম্পানির প্রধান নির্বাহী লুইজি আউরিসচিও বলেন, এই গ্রীষ্মের পরই মানুষের শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি লিনিআরএক্সের সঙ্গে মিলে করোনাভাইরাসের টিকা তৈরিতে আরও অগ্রসর হওয়ার চেষ্টা চলছে।

করোনাভাইরাসের টিকা আবিষ্কারে নানা তৎপরতা শুরু করেছে বড় বড় ওষুধ ও জৈবপ্রযুক্তি কোম্পানিগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই মুহূর্তে বিশ্বজুড়ে ৭০টিরও বেশি টিকা তৈরির কার্যক্রম চলছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]