17633

ভর্তি পরীক্ষা ছাড়াই নটরডেম কলেজে ভর্তির সুযোগ, বিজ্ঞপ্তি প্রকাশ

ভর্তি পরীক্ষা ছাড়াই নটরডেম কলেজে ভর্তির সুযোগ, বিজ্ঞপ্তি প্রকাশ

2020-06-03 04:18:30

নটরডেম কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষা ছাড়াই এ বছর ভর্তির সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

কলেজ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয় নটর ডেম কলেজকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে।

বিগত দুই বছর কলেজটি ভর্তির আবেদনকারী সকল প্রার্থীর জন্য পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আসছে । কিন্তু করােনা ভাইরাসের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি ও সরকারি অন্যান্য নির্দেশনা অনুসরণ করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে বিধায় এ বছর কোন ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।

ভর্তির জন্য এস.এস.সি. পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও বিষয়ের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। মেধাক্রম সমান নম্বরধারীর সংখ্যা আসন সংখ্যার তুলনায় বেশি হলে বিজ্ঞান বিভাগ-এর উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি, ব্যবসায় শিক্ষা বিভাগ-এর হিসাববিজ্ঞান, ইংরেজি, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, মানবিক বিভাগ-এর ইংরেজি, বাংলা, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ে অধিক নম্বর প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগােষ্ঠি, সংখ্যালঘু, প্রতিবন্ধি, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। আগামী ১৪ জুন ভর্তির চূড়ান্ত ফলাফল মােবাইলে SMS করে জানানাে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজ ওয়েবসাইটে দেওয়া হবে।

১। নটর ডেম কলেজ নিজস্ব অনলাইন-এ ভর্তির আবেদন গ্রহণ করবে।

২। ভর্তির আবেদন ফরম পূরণ: ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ৩ জুন দুপুর ১২:০১ মিনিট হতে ১১ জুন দুপুর ১২টা পর্যন্ত সরাসরি ওয়েবসাইট https://www.mcampus-admission.online/ndc/ অথবা নটর ডেম কলেজের নির্দিষ্ট
ওয়েবসাইট www.notredamecollege-dhaka.com থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে।

ভর্তির আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেয়া আছে। ভর্তির আবেদন ফি (অফেরতযােগ্য) বাবদ ২২৫/- (ভর্তি আবেদন ফি বাবদ ২২০/- + bKash চার্জ ৫/-) টাকা অনলাইনে আবেদন করার সময় দিতে হবে। আবেদনকারী ১১
জুন দুপুর ১২টা পর্যন্ত bKash পেমেন্ট করার সুযােগ পাবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যােগ্যতা অর্জন করলে ফল পাওয়ার সাথে সাথে কলেজে এসে যােগাযােগ করতে হবে। হেলপ লাইন নম্বর : ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৯৬৭৬০৭৭৭৭ (সকাল ৮:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত)।

৩। ভর্তির আবেদনের ন্যূনতম যােগ্যতা: বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA- 5.00, মানবিক বিভাগ GPA-3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA- 4.00। এস.এস.সি-তে বাংলা মাধ্যমের
শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না।

৪। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.50, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50।

৫। আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম-১৭৮০, ইংরেজি ভার্সন-৩০০, মানবিক বিভাগ-৪০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৫০।

৬। ভুল/অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেয়া হবে না।

বিদ্র. যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফরম' পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না, যারা ধূমপান করে এবং উপরে উল্লেখিত ভর্তি প্রক্রিয়া যারা মানতে রাজি নয় তাদের আবেদন করার প্রয়ােজন নেই।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]