17798

বাবুনগরীকে হাটহাজারী মাদ্রাসার পদ থেকে অব্যাহতি

বাবুনগরীকে হাটহাজারী মাদ্রাসার পদ থেকে অব্যাহতি

2020-06-18 00:06:03

উপমহাদেশের অন্যতম বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীর মজলিসে শূরার বৈঠকে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে।

আজ বুধবার সকাল ১০টায় শুরু হয়ে দারুল উলূম হাটহাজারী মাদরাসায় মজলিসে শূরার বৈঠক চলে বিকাল তিনটা পর্যন্ত। বৈঠকে মাদরাসার বিষয়ে তিনটি সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে, এক. মাদরাসার মুহতামিম পদে অমৃত্যু বহাল থাকবেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী। দুই. আল্লামা জুনায়েদ বাবুনগরীকে সহকারী মুহতামিমের পদ থেকে অব্যহতি তিন. মাদরাসার সহকারী মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন, আল্লামা শেখ আহমদ।

দারুল উলূম হাটহাজারীর ১১ জন শূরা সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এক. আল্লামা আব্দুল কুদ্দুস। পরিচালক ও শাইখুল হাদীস, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসা, ঢাকা। কো-চেয়ারম্যান, হাইয়াতুল উলয়া। দুই. আল্লামা মুফতি নুরুল আমিন। নায়েবে মুহতামিম ও শায়খুল হাদিস, ফরিদাবাদ মাদরাসা ও যুগ্ম-মহাসচিব, বেফাক। তিন. নুরুল ইসলাম জিহাদী। পরিচালক, মাখজানুল উলূম মাদরাসা খিলগাঁও ও সহসভাপতি, বেফাক। চার. মাওলানা নোমান ফয়জী পরিচালক, আলজামিয়াতুল ইসলামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল, হাটহাজারী। পাঁচ, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী পরিচালক, জামিয়া উবাইদিয়া নানুপুর, ফটিকছড়ি। ছয়. মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী পরিচালক, ফতেপুর মাদরাসা, হাটহাজারী।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]