1786

ঢাবিতে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান

ঢাবিতে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান

2017-08-23 00:57:03

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ২৮ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৭ জন ছাত্র এবং ১১ জন ছাত্রী।

মঙ্গলবার সকাল ১১ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আরেফিন সিদ্দিক বলেন, আজকে যাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হলো আগামীতে তারাই দেশ চালাবে। পুরস্কার প্রাপ্তদের মধ্যে প্রায় ৬০ শতাংশ মেয়ে। তার মানে মেয়েরা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ছেলেরা পিছিয়ে পড়লে চলবে না। তাদেরকেও এগিয়ে যেতে হবে। সবাইকে জীবনের প্রতিটি পদক্ষেপেই সত্যনিষ্ঠ থাকতে হবে। কখনও মিথ্যার আশ্রয় নেবে না। বিশ্ববিদ্যালয় থেকে যে মূল্যবোধ শিখেছো তা বাস্তব জীবনে বহিঃপ্রকাশ ঘটিয়ে দেশ, জাতি ও সমাজের কল্যাণে ব্যয় করবে।

অ্যাওয়ার্ড প্রাপ্ত উইমেন এন্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী হালিমা-তুস-সাদিয়া অনুভূতি প্রকাশ করে বলেন, বাংলাদেশে মেয়ে হিসেবে গড়ে ওঠা সহজ নয়। তারপরও পরিবারের সহযোগিতা থাকলে ভালো কিছু অর্জন সম্ভব। আমার বাবা-মা আমাকে ভাইদের মতো সুযোগ-সুবিধা দিয়েছেন বলে আজকে এতোদূর আসতে পেরেছি।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন।

 

এমএসএল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]