17871

ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, প্রজ্ঞাপন

ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, প্রজ্ঞাপন

2020-06-25 23:25:07

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতির দায়িত্বও পালন করছেন।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে দুই মেয়াদে উপ-উপাচার্যর দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. নাসরীন আহমাদ। এখন থেকে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তাঁর স্থলাভিষিক্ত হলেন। আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]