1788

বন্যার্তদের পাশে বিটেক পরিবার

বন্যার্তদের পাশে বিটেক পরিবার

2017-08-23 01:11:47

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) পরিবার বন্যা-দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে।

সোমবারা জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের গোবিন্দগঞ্জ, পুংলিপাড়া, গোনাফপুর, চানগঞ্জ, রাজাপুর রেহাইবশারা চরাঞ্চল এলাকার বন্যা কবলিত শতাধিক পরিবারকে শিক্ষার্থীরা এই ত্রাণ সামগ্রী তুলে দেয়।

এসময় গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান, সমাজসেবক রফিকুল ইসলাম রিপন, আবুল কাসেম, বিপু মোল্লাসহ বিটেকের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বন্যাদুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণসামগ্রী হিসাবে শুকনো খাবার-চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, স্যালাইন, লবণ, বিশুদ্ধ খাবার পানি, ঔষধ, পানিশোধন ট্যাবলেট, একবেলার খিচুরি প্রভৃতি বিতরণ করা হয়।

শিক্ষার্থী মো. সম্পদ আলী জানান, 'সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারের বন্যায় আসলে এত বেশি মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে যে, তাদের বেশ বড় সহায়তা প্রয়োজন। আমরা আমাদের সাধ্যমতো সহায়তা করেছি। সবাইকে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে যাচ্ছি।'

এসজে/ ২২ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]