1792

জাবিতে মদসহ বহিরাগত যুবক-যুবতী আটক

জাবিতে মদসহ বহিরাগত যুবক-যুবতী আটক

2017-08-23 02:05:41

বহিরাগত দুই তরুণ-তরুণীকে আটক করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপত্তা অফিস। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে থেকে আটক হওয়া ওই দুইজনের নাম সরোয়ার ও সোনিয়া।

আটকের পর তাদেরকে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয় বলে জানান জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে হেমায়েতপুরের ওই দুই বহিরাগত তরুণ-তরুণী প্রাইভেটকার নিয়ে ক্যাম্পাসের অগ্রণী ব্যাংকের সামনে মাতাল অবস্থায় একটি রিকশাকে ধাক্কা দেন এবং সরকার ও রাজনীতি বিভাগের এক ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন।

এসময় সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় মদসহ তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে মদ নিয়ে অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামালা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, বহিরাগতরা বিশ্ববিদ্যালয় এসে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকতা-কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন।

 

এমএসএল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]