1802

স্বাধীনতা বিরোধীরা নতুন করে ষড়যন্ত্র করছে: সোহাগ

স্বাধীনতা বিরোধীরা নতুন করে ষড়যন্ত্র করছে: সোহাগ

2017-08-23 17:25:17

স্বাধীনতা বিরোধীরা নতুন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, ‘একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল, তারাই ৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। আজ তারা আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।’

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ছাত্রলীগের নেতাকর্মীদের সাহস নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে সোহাগ বলেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়। আপনারা ভয় পাবেন না। আমাদের মাঝে বঙ্গবন্ধু নেই, কিন্তু তার কন্যা শেখ হাসিনা আছেন। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

আলোচনায় প্রধান বিচারপতিকে নিয়েও কথা বলেন ছাত্রলীগ সভাপতি। বলেন, ‘আপনি যা বলবেন, তা বাংলাদেশের মানুষ ও বঙ্গবন্ধু সৈনিকরা কখনোও মেনে নেবে না।’

আলোচনা সভায় সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি তাহাসান আহমেদ রাসেল বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে তার নাম ইতিহাসের পাতা থেকে মুছে দিতে। কিন্তু তারা পারেনি। বরং তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসির হুমায়ুনের তত্ত্বাবধানে হল ছাত্রলীগের পক্ষ থেকে একটি দেয়ালিকা প্রকাশ করা হয়।

জেএস/ ২৩ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]