18045

করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন নিজ দেহে নিবেন ভারতের স্কুলশিক্ষক

করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন নিজ দেহে নিবেন ভারতের স্কুলশিক্ষক

2020-07-09 14:56:15

মানব দেহে করোনার প্রতিষেধক কোভ্যাক্সিনের ট্রায়ালের জন্য বাংলা থেকে ডাক পেলেন চিরঞ্জিৎ ধীবর৷ দুর্গাপুরের বাসিন্দা চিরঞ্জিতকে ডেকে পাঠিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)৷ আগামী সপ্তাহে তাঁকে ভুবনেশ্বরে যেতে হবে৷ সেখানে আইসিএমআর সেন্টারে হবে করোনা ভ্যাকসিনের ট্রায়াল৷

প্রাণের ঝুঁকি রয়েছে। রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা। তবুও জনস্বার্থে করোনার সম্ভাব্য ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে স্বেচ্ছায় অংশ নিতে চান দুর্গাপুরের স্কুলশিক্ষক চিরঞ্জিৎ। গত ২৭ এপ্রিল নিজেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চে ই-মেল পাঠিয়ে ভলেন্টিয়ার হওয়ার আবেদন জানান। তাঁর আবেদন মেনে এবার ডাক পাঠাল আইসিএমআর। চিরঞ্জিতের উদ্যোগে খুশি কাঁকসার মানিকারা প্রাথমিক স্কুলে তাঁর সহকর্মীরা।

আইসিএমআর-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে দেশেই করোনার সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল পর্বের জন্য চাই স্বাস্থ্যবান ভলেন্টিয়ার। ইতিমধ্যেই দেশজুড়ে অনেকে ভলেন্টিয়ার হওয়ার আবেদন জানিয়েছেন। কোভ্যাক্সিনের ট্রায়াল সফল হলে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে চিরঞ্জিতেরও নাম উঠবে।

চিরঞ্জিতের বাব তপনকুমার ধীবর দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী৷ মা প্রতিমা গৃহবধূ৷ ছোট ছেলে অমরজিৎ কলকাতার একটি কলেজে পড়াশোন করেন৷ ছেলের এই সিদ্ধান্তে বাবা-মাও গর্ব বোধ করছেন৷ মা প্রতিমাদেবী বলেছেন, ‘জানি ঝুঁকি আছে৷ কিন্তু আমরা সকলেই চাই দেশের মঙ্গল হোক৷ আমার ছেলে দেশের মঙ্গলের জন্যই নিজেকে উৎসর্গ করেছে৷’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]