18089

ভিকারুননিসা টু হার্ভার্ড ইউনিভার্সিটি: মেধাবী রাবসার স্বপ্ন জয়

ভিকারুননিসা টু হার্ভার্ড ইউনিভার্সিটি: মেধাবী রাবসার স্বপ্ন জয়

2020-07-12 21:11:56

রাবসা সিকদার। ছিলেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী। ক্লাসে তিনি সবসময় ফার্স্ট হতেন। ক্লাসের পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলামেও ছিলেন সিদ্ধহস্ত। বাংলা মিডিয়ামের এই ছাত্রী এখন বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। চলতি বছরের ২৬ মার্চ হার্ভার্ডে চান্স পেয়েছেন গাজীপুরের কাপাসিয়ার এই মেয়ে। ২০২০ থেকে ২০২৪সাল পর্যন্ত চলবে তার এই পড়াশুনা।

হার্ভার্ডে চান্স পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাবসা সিকদার জানালেন, ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন। ছোটবেলায় এই স্বপ্নটা অনেক কঠিন মনে হলেও এখন তার সেই স্বপ্নটা সত্যি হয়েছে। হার্ভার্ডে চান্স পাওয়ার পর তিনি আনন্দে কেঁদেছেন। তার ওই কান্নার সঙ্গী হয়েছেন তার বাবা-মা। এই আনন্দ অশ্রুর অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না বলে জানান রাবসা সিকদার।

.

তিনি বলেন, ভিকারুননিসায় জেএসসি পাশ করে তিনি বাবা-মায়ের সঙ্গে আমেরিকায় চলে যান। আমেরিকায় গিয়ে তার স্বপ্নগুলো পাখা মেলে ধরতে শুরু করে। অবশেষে তার স্বপ্নজয় হয়েছে। তিনি এখন হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্রী। পড়াশোনা শেষ করে তিনি দেশে ফিরে এসে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]