1820

স্কুলে মাদক সেবনের অভিযোগে তিন ছাত্রী বহিষ্কার

স্কুলে মাদক সেবনের অভিযোগে তিন ছাত্রী বহিষ্কার

2017-08-24 17:05:35

স্কু‌লে মাদক সেবনের অভিযোগে নবম শ্রেণির তিন ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করে‌ছে কর্তৃপক্ষ। বাগেরহাটের মোরেলগঞ্জে এই ঘটনা ঘটে।

বুধবার (২৩ আগস্ট) উপজেলা সদরের সরকারি বালিকা বিদ্যালয়ের কর্তৃপক্ষ মাদকাশক্ত শিক্ষার্থীদেরকে স্কুল থেকে বহিষ্কার করেন। তবে ওই ছাত্রীরা যাতে অন্য কোনো স্কুলে লেখাপড়া করতে পারে সে সুযোগ রাখা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নবম শ্রেণির ওই তিন ছাত্রীর অভিভাবকদের উপস্থিতিতে এক সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তবে তারা যাতে অন্যত্র লেখাপড়ার সুযোগ পায় সে জন্য নরমাল টিসি দেয়া হয়েছে।

সম্প্রতি কয়েকজন ছাত্রীর কথাবার্তা ও চালচলনে অসংগতি দেখা দিলে শিক্ষক, শিক্ষিকারা অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধা‌নে তারা জানতে পারেন, ওই ছাত্রীরা স্কুলের বাথরুমে গিয়ে সিগারেটের সাথে গাঁজা সেবন করে। এ ছাড়াও ওই ছাত্রীরা কোল্ড ড্রিঙ্কসের সাথে সিগারেটের তামাক ভিজিয়ে নেশা করে বলেও অনুসন্ধানে জানতে পারেন কর্তৃপক্ষ।

এ ঘটনায় অভিভাবক মহলে চরম আতঙ্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। কয়েকজন অভিভাবক বলেন, বাড়িতে বসে এরা মাদকাশক্ত হয়নি। হয়েছে বিদ্যালয়ে গিয়ে। এই বিদ্যালয়ের শিক্ষকরা দায়িত্ব পালনের বিষয়ে যথেষ্ট উদাসীন। এখানে শৃঙ্খলার অভাব রয়েছে বলে কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন অভিভাবকরা।

জেএস/ ২৪ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]