18257

শুক্রবার থেকে নিখোঁজ ঢাবি ছাত্র ফরহাদ

শুক্রবার থেকে নিখোঁজ ঢাবি ছাত্র ফরহাদ

2020-07-26 19:57:52

কক্সবাজারের মহেশখালী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  রেদওয়ান ফরহাদ নামে এক শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার নামাজের পর তাকে এবং তার ভাইকে পৃথক জায়গা থেকে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ পরিবারটির।

নিখোঁজ হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। 

রেদওয়ান ফরহাদের মা বলেন, "আমার ছেলে ঢাকা থেকে মহেশখালীতে পৌঁছালে ছোট অস্ত্রধারী ৮ জনের একটি টিম তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার কোন সন্ধান আমরা পাচ্ছি না। 

"আমি আমার সন্তানের দ্রুত সন্ধান চাই। নিরাপদে তাকে ফেরত চাই", আকুতি মায়ের।

ভুক্তভোগির মা বলেন, "ডিবি অফিসের পরিচয় দিয়ে আমাদের বাসায় এসে তছনছ করে। আমাদের ল্যাপটপ এবং মোবাইল ফোন নিয়ে যায়"।

মহেশখালী পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস বলেন, এ বিষয়ে আমরা তেমন কিছু জানি না। এমনকি এ ধরনের কোনো অভিযোগ আসেনি।

জেলা ডিবি অফিসার শেখ আশরাফুজ্জামান জানান, তারা এরকম নামে এই জায়গা থেকে কাউকে গ্রেফতার করেনি।

এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ । সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, "অতীতে এরকম অনেকে ঘটনা ঘটেছে। অনেককেই তুলে নিয়ে যাওয়ার পর আর খুঁজে পাওয়া যায়নি। আমরা দ্রুত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চাই।

সংবাদটি ইংরেজি দৈনিক নিউএজ থেকে অনূদিত 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]