18427

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস’র জাতীয় কমিটির চেয়ারপারসন ড. সুফি

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস’র জাতীয় কমিটির চেয়ারপারসন ড. সুফি

2020-08-10 00:03:51

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস’র বাংলাদেশের জাতীয় কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান। আগামী তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পেয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

রোববার (০৯ আগস্ট) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানের ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস এর বাংলাদেশের জাতীয় কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের।

অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান তাঁর দায়িত্ব পালনকালে নিজের সুনাম বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম প্রসারেও ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস বিশ্বব্যাপী একটি প্রতিষ্ঠান। ১৯৪৬ খ্রিষ্টাব্দে এ প্রতিষ্ঠানটি গঠিত হয়। বিশ্বের ১৪১টি দেশ এ প্রতিষ্ঠানের সদস্য। ইউনেস্কোর এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী জাদুঘরবিদদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিশ্ব ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং গবেষণায় মূখ্য ভূমিকা পালন করে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]