18430

মাস্কে বাড়ছে মাড়ি-দাঁতের সমস্যা, চিকিৎসকদের সতর্কবার্তা

মাস্কে বাড়ছে মাড়ি-দাঁতের সমস্যা, চিকিৎসকদের সতর্কবার্তা

2020-08-10 00:20:50

করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এই মাস্কের কারণে দেখা দিচ্ছে দাঁত ও মাড়ির সমস্যা। এমনটাই জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ডেন্টাল হাসপাতালের চিকিৎসকরা। ডেইলি মেইল।

গবেষণা চালিয়ে চিকিৎসকরা দেখেছেন, দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে এই সমস্যা হচ্ছে। এরফলে মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে চিকিৎসক রব রেমন্ডি জানান, যেসব রোগিরা দাঁতের বা মাড়ির সমস্যা নিয়ে আসছেন, তাদের এই ধরণের সমস্যা আগে কখনও ছিল না। প্রায় ৫০ শতাংশ রোগির এই সমস্যা দেখা দিয়েছে। যারা মাস্ক পরছেন।

কেন এরকম হচ্ছে এই ব্যাপারে চিকিৎসকরা বলেন, মাস্ক পরে থাকলে মানুষ মুখ দিয়ে জোরে শ্বাস নিচ্ছেন। আর মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে মুখ শুকিয়ে যাচ্ছে। মুখ শুকিয়ে যাওয়ার জন্য স্যালাইভা বা থুথু মুখে থাকছে না। এই স্যালাইভা বহিরাগত ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ও দাঁতকে সুরক্ষিত রাখে। স্যালাইভা না থাকার কারণে দাঁতের ক্ষতি হচ্ছে ক্রমশ। একই কারণে বাড়ছে মাড়ির সমস্যাও।

এই রোগের সমাধানের জন্য প্রচুর পানি ও মাস্ক পরে নাক দিয়ে শ্বাস নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]