1850

আত্মবিশ্বাস নিয়ে ছাত্রলীগকে কাজ করতে হবে: গণশিক্ষামন্ত্রী

আত্মবিশ্বাস নিয়ে ছাত্রলীগকে কাজ করতে হবে: গণশিক্ষামন্ত্রী

2017-08-25 17:19:31

আত্মবিশ্বাস নিয়ে ছাত্রলীগকে জাতির জন্য কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান। আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ।

গণশিক্ষামন্ত্রী বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা এখনো বেঁচে আছে। তারাই নেত্রী শেখ হাসিনাকে মারার জন্য গ্রেনেড হামলা চালায়। তাই ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হয়ে তাঁর পাশে থাকতে হবে। সেই সঙ্গে দেশের উন্নয়নের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে ছাত্রলীগকে জাতির জন্য কাজ করে যেতে হবে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করেন। আর বিএনপি ক্ষমতায় এলে দেশে সন্ত্রাসীরা জেগে ওঠে। ধর্ষণ, লুটপাট ইত্যাদি শুরু হয়। তারা নিজের পকেট ভারী করার জন্য ক্ষমতায় আসে। ‍

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারাই বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। যারা নেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। সুতারং এ ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘জাতির পিতা বুকে ধারণ করার বিষয়, লালন করার বিষয়। তাঁর আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। তাঁকে অনুসরণ করলে কোনো অন্যায় ও ষড়যন্ত্রকারী আমাদের ক্ষতি করতে পারবে না।’

হল শাখার সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

এমকে/ ২৫ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]