18529

টিআইবির উপস্থিত বক্তৃতায় চ্যাম্পিয়ন ঢাবি ছাত্রী ফারিহা

টিআইবির উপস্থিত বক্তৃতায় চ্যাম্পিয়ন ঢাবি ছাত্রী ফারিহা

2020-08-16 03:09:44

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত জাতীয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় সারাদেশের ৪৫টি অঞ্চল এবং ঢাকার ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ইয়েস গ্রুপের ৬১জন প্রতিযোগির মধ্যে প্রথন স্থান তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফারিহা আহমেদ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগ ইয়েস গ্রুপের সক্রিয় সদস্য।

ফারিহার এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে উন্নয়ন অধ্যয়ন বিভাগ ইয়েস গ্রুপের দলনেতা আশিক সূফী ইসলাম বলেন,"আরও অনেকের মতো ফারিহাও নিঃসন্দেহে আমাদের গ্রুপের একজন মূল্যবান সদস্য।

একাডেমিক পারফর্মেন্স থেকে শুরু করে ভিডিও ডকুমেন্টারি মেকিং সহ অন্যান্য নন-একাডেমিক কার্যক্রমে তার পারদর্শিতা বরাবরই আমাদের সকলকে মুগ্ধ করেছে। দুর্নীতি বিরোধী আমাদের এই আন্দোলনে ফারিহার মতো মেধাকে সাথে পেয়ে আমরা সত্যিই গর্বিত"।

উল্লেখ্য দুই পর্বে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম পর্বেও গ্রুপ বি থেকে প্রথম স্থান অট্জন করে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় ফারিহা। চূড়ান্ত পর্বে বক্তব্যের বিষয় ছিলো 'বঙ্গবন্ধু ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন'।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]