18532

সৌদি যুবরাজের মৃত্যু

সৌদি যুবরাজের মৃত্যু

2020-08-16 05:34:54

সৌদি আরবের যুবরাজ আবদুলাজিজ বিন আবদুল্লাহ বিন আবদুলাজিজ বিন তুর্কি আল-সৌদ মারা গেছেন। সৌদি রাজপরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তার মৃত্যুর খবরটি জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রায়াত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে শনিবারের এক অনলাইন প্রতিবেদনে যুবরাজ তুর্কি আল-সৌদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে সৌদি আরবের দৈনিক আরব নিউজ।

সৌদি রয়্যাল কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাজধানী রিয়াদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আবদুলাজিজ বিন আবদুল্লাহ বিন আবদুলাজিজ বিন তুর্কি আল-সৌদ ১৯৬২ সালের ২৭ অক্টোবর রিয়াদে জম্মগ্রহণ করেন। বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি। তার হলেন রাজকুমারী আয়েদা ফুস্তুক।

বৃটেনের হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেন তিনি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]