18558

'সুদর্শন ছাত্রনেতা' সম্বোধন বর্ণবাদী আচরণ

'সুদর্শন ছাত্রনেতা' সম্বোধন বর্ণবাদী আচরণ

2020-08-17 23:51:22

মন্তব্য প্রতিবেদন: একাধিক নেতা মঞ্চে উপস্থিত থাকার পরেও কয়েকজনের ক্ষেত্রে সুদর্শন ছাত্রনেতা সম্বোধন আবার অন্যজনকে সুদর্শন সম্বোধন না করা সম্পূর্ণ বর্ণবাদী আচরণ বলে মত দিয়েছেন সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা।

তারা বলছেন, কাউকে সুদর্শন ছাত্র নেতা বলা মানে পাশে উপস্থিত থাকা যাকে না বলা হচ্ছে তাকে অসুন্দর বলা বা অপমান করার শামিল।

দেশের বৃহৎ দুটি ছাত্রসংগঠনের নেতাদের মাঝেই এই প্রবণতা লক্ষ করা যায়।

তবে বিশ্লেষকরা বলছেন, সমান মর্যাদার একাধিক মানুষের উপস্থিতিতে এভাবে বর্ণ নিয়ে প্রশংসা না করাটাই যথার্থ। ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ যেতেই পারে বা তার প্রশংসা করা যেতেই পারে। তবে কারো প্রশংসা এমন শব্দ চয়ন করা উচিত নয় যেটা অন্যদেরকে ছোট করে।

এ ধরনের বর্ণবাদী আচরণ ও চর্চা থেকে ছাত্রনেতাদের বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]