18659

বাকৃবিতে বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং নামে নতুন ডিগ্রি চালু

বাকৃবিতে বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং নামে নতুন ডিগ্রি চালু

2020-08-23 01:26:04

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং নামে একটি নতুন ডিগ্রি চালুর অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ ডিগ্রিটি ২০২০-২১ সেশন থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে দেয়া হবে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তাগীজ বিল্লাহ।

জানা গেছে, ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষ থেকে যাত্রা শুরু করে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। এ অনুষদ থেকে বিএসসি ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ফুড ইঞ্জিনিয়ারিং নামে দুটি ডিগ্রি দেয়া হয়। এখন ২০২০-২১ নতুন শিক্ষাবর্ষ থেকে বিএসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং নামে ডিগ্রিটিও এ অনুষদ থেকে দেয়া হবে। ৩০ জন শিক্ষার্থীকে এ ডিগ্রি প্রদানের জন্য ভর্তি করা হবে।

এ বিষয়ে মুহাম্মদ মোস্তাগীজ বিল্লাহ বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯ম ডিগ্রি হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে বিএসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চালুর অনুমোদন দেয়া হয়েছে। এ সফলতার অংশীদার বাকৃবির সবাই। এর বিষয় মূলত বায়োলজি, কম্পিউটার সাইন্স, স্ট্যাটিসস্টিক, ম্যাথম্যাটিক্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ের কম্বাইন্ড সাবজেক্ট। তিনি আরও বলেন, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এবং বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পার্থক্য হল এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং কাজ করবে মেকানাইজেশন নিয়ে আর বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়াররা কাজ করবেন কম্পিউটার বেজড সফটওয়্যার ও বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করে কৃষি গবষণাকে সহজীকরণ করতে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]