18857

রাবির প্যারিস রোডে নেই প্রাণের কোলাহল

রাবির প্যারিস রোডে নেই প্রাণের কোলাহল

2020-09-02 02:06:44

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি প্রাচ্যের ক্যামব্রিজ নামে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মতিহারের সবুজ চত্বরে ৭৫৩ একর জায়গায় জুড়ে এর সৌন্দর্য বিস্তৃত। ক্যাম্পাস যখন খোলা থাকতো তখন শিক্ষার্থীদের কলকাকলীতে মুখরিত থাকত পুরো ক্যাম্পাস। করোনা ভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাসে নেই সেই প্রাণচঞ্চলতা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো প্যারিস রোড। ক্লাসে যাওয়া,ক্লাস থেকে ফিরে আসা কিংবা বিকেলে প্যারিস রোডে বন্ধুদের সাথে হাঁটাহাঁটি ছিল নিত্যদিনের তালিকায়। কিন্তু সেই প্যারিস রোডের প্রাণ ছিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভাবে প্যারিস রোডে নেই প্রাণের কোলাহল।

বৃষ্টির দিনে অপরূপ সৌন্দর্য্যের সৃষ্টি হয় এই প্যারিস রোডে। বৃষ্টিতে ভিজে অনেকে উপভোগ করতো এসব সৌন্দর্য। এখনো ঠিক আগের মতোই বৃষ্টি হয় কিন্তু বৃষ্টিতে ভেজার কেউ নেই। শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হোক রাবি ক্যাম্পাস, প্রাণের অস্তিত্ব খুঁজে পাক প্যারিস রোড, নতুন স্মৃতির দ্বার খুলে যাক এমনটাই প্রত্যাশা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]