19050

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের সিদ্ধান্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের সিদ্ধান্ত

2020-09-14 18:42:27

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬৭ তম সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান ববি’র জনসংযোগ অফিসের উপ-পরিচালক ফয়সল্।

রোববার বিকালে অনুষ্ঠিত ওই সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের নিমিত্তে এর জন্য নীতিমালা প্রনয়নে ববি উপাচার্যকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠিত হয়।

কমিটির সদস্যরা হচ্ছেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারি অধ্যাপক সুপ্রভাত হালদার, সদস্য সচিব হচ্ছেন রেজিস্ট্রার ড. মো. মুহসিন উদ্দীন।

ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন জানান, ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক গবেষনা ও একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। চলমান মুজিব বর্ষের মধ্যেই ববিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ এর কার্যক্রম শুরু করা হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]