19260

নবম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

নবম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

2020-09-24 17:51:26

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে নবম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞা স্বাক্ষরিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে। যে সমস্ত শিক্ষার্থী এ বোর্ড পরিবর্তন করে ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন করতে সময় বৃদ্ধি করা হচ্ছে। বুধবার থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে জনপ্রতি অতিরিক্ত ৩০৩ টাকা ফি (বিলম্ব) ধার্য করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে। এ সময়ের পর কোনোভাবে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুগোগ দেয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে দায় নিতে হবে।

এতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের পর কোনোভাবেই বাদপড়া শিক্ষার্থীদের নতুন করে আর রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। এ নির্দেশনা সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]