1937

শিশু হাশমি হত্যায় মাসহ চার জনের মৃত্যুদণ্ড

শিশু হাশমি হত্যায় মাসহ চার জনের মৃত্যুদণ্ড

2017-08-29 23:44:33

খুলনায় শিশু হাশমি হত্যা মামলায় মাসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোছা. দিলরুবা সুলতানা এ রায় দেন।

মামলার পাঁচ আসামির মধ্যে হাসমির মা সোনিয়া আক্তার, মো. নুরুন্নবী, মো. রসুল, মো. হাফিজুর রহমানকে মৃত্যুদণ্ড দেন বিচারক।

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় অপর আসামি রাব্বি সরদারকে আদালত খালাস দিয়েছে। গত বছরের ৯ জুন খুলনা নগরীর কার্ত্তিককুল এলাকা থেকে শিশু হাশমির (৯) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার তদন্তে জানা যায়, নুরুন্নবীর সঙ্গে সোনিয়ার পরকীয়া প্রেমের জের ধরে মায়ের সামনেই গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয় হাসমিকে।

পরে তার লাশ সিমেন্টের বস্তায় ভরে খুলনা বাইপাস সড়ক সংলগ্ন সরদার ডাঙ্গা বিলের মধ্যে ফেলে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়ার পর হাসমির মা সোনিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জেএস/ ২৯ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]