19435

জাবির বন্ধ ক্যাম্পাসে চলছে ফুটবল টুর্নামেন্ট!

জাবির বন্ধ ক্যাম্পাসে চলছে ফুটবল টুর্নামেন্ট!

2020-10-01 22:13:55

করোনাভাইরাস আতঙ্কে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। তখন থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ে চলছে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার কর্মচারী কোয়র্টার সংলগ্ন মাঠে চলছে এ টুর্নামেন্ট। নিয়মিত খেলাধুলা চলছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠ, জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ মাঠ সহ অন্যান্য খেলার মাঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিশমাইল-রাঙ্গামাটি মাঠটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার মধ্যে হওয়ায় খেলা চলাকালীন প্রায় চার থেকে পাঁচ শতাধিক দর্শক উপস্থিত থাকেন। এদের মধ্যে দর্শক সারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী লোকজনকেও দেখা গেছে। অথচ কারও মধ্যেই সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান কিংবা স্বাস্থ্যবিধি মানার প্রবণতা চোখে পড়ে নি।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় ও পাশ্বর্বর্তী এলাকায় অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানরা প্রতিবছর এ খেলার আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে এ বছরও ‘শেখ রাসেল টুর্নামেন্ট’ নামে আয়োজিত এ খেলায় অংশ গ্রহণ করেছে ক্যাম্পাস ও বাইরে অবস্থানরত বিভিন্ন পেশার লোকজন। দর্শক সারিতে ভিড় করেন ক্যাম্পাসের বাইরে থেকে আসা শত শত দর্শনার্থী। এ নিয়ে আবাসিক এলাকার কয়েকজন খেলা বন্ধ করার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেনি কেউ।

বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় মাসব্যাপী টুর্নামেন্ট চললেও কেউ আমলে নিচ্ছে না। প্রশাসনকে জানালেও খেলা বন্ধে তেমন কোনো পদক্ষেপ নেয় নি।’ এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজনের করোনা উপসর্গ দেখা দিয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম বলেন, ‘বিষয়টি জানার পর খেলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। আমি রেজিস্ট্রারের সাথে এ বিষয়ে আলাপ করব।’

প্রসঙ্গত, এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের এক মেডিকেল কর্মকর্তা সহ আবাসিক এলাকায় অবস্থানরত অন্তত তিন জন মারা গেছেন। এছাড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ অন্তত ১২ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]