19524

চবিতে ৪০ শতাংশ মেস ভাড়া কমলো

চবিতে ৪০ শতাংশ মেস ভাড়া কমলো

2020-10-05 15:48:34

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ও আশেপাশে ব্যক্তি মালিকানাধীন কটেজের (মেস) ৪০ শতাংশ ভাড়া কমানোর নেওয়া সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন, কটেজ মালিক সমিতি, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও থানার ওসির যৌথ সমন্বয় বৈঠকে এই সিদ্ধান্ত নেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে। তাই ছাত্রদের কথা বিবেচনা করেই দীর্ঘদিন ধরে আমরা তাদের কাছে দাবী করে আসছিলাম। দীর্ঘ আলোচনার পরে ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়, থানা ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে কটেজ মালিক সমিতির সাথে আজ একটি সভা হয়। এতে উভয় পক্ষ ৪০ শতাংশ ছাড়ে মেস ভাড়া নির্ধারণ করতে রাজি হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]