19571

এক ঘণ্টার বিভাগীয় ক‌মিশনার কলেজছাত্রী রাইমু

এক ঘণ্টার বিভাগীয় ক‌মিশনার কলেজছাত্রী রাইমু

2020-10-07 16:00:54

বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রাইমু জামান মঙ্গলবার এক ঘণ্টার জন্য প্রতীকীভাবে বরিশালের বিভাগীয় কমিশনার হয়েছিলেন।

প্রতীকী এই দায়িত্ব নিয়েই বরিশালের ছয় জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি। সেসব সুপারিশ বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকালে বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের কাছ থেকে প্রতীকীভাবে কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন রাইমু জামান। এক ঘণ্টার জন্য তার অধীন হন সবাই। ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে।

কন্যা শিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনালের উদ্যোগে এমন আয়োজন করা হয়।

পরে এক গোলটেবিল আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধে করণীয় তুলে ধরেন বক্তারা।

বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার বলেন, নারীরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে থাকলেও তারা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। এমন করে এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যাশিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]