19624

তুমি কেমন করে গান করো হে গুণী

তুমি কেমন করে গান করো হে গুণী

2020-10-10 07:26:59

তুমি কেমন করে গান করো হে গুণী,

আমি অবাক্‌ হয়ে শুনি কেবল শুনি।।

সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,

পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে

বহিয়া যায় সুরের সুরধুনী।।

মনে করি অমনি সুরে গাই,

কন্ঠে আমার সুর খুঁজে না পাই।

কইতে কী চাই, কইতে কথা বাধে—

হার মেনে যে পরান আমার কাঁদে,

আমায় তুমি ফেলেছ কোন্‌ ফাঁদে

চৌদিকে মোর সুরের জাল বুনি।।

.......

রবীন্দ্রনাথ ঠাকুর

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]