19674

দেশের সব মোবাইল নম্বরই কেন শূন্য দিয়ে শুরু

দেশের সব মোবাইল নম্বরই কেন শূন্য দিয়ে শুরু

2020-10-12 14:26:02

দেশের মোবাইল নম্বর শুরু হয় একটা শূন্য দিয়ে। কারণ, এই শূন্য হলো আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনের স্বীকৃত বাংলাদেশের ভেতরের মোবাইল কল সংকেত।

যদি দেশের ভেতরের কাউকে ফোন করি, তাহলে এই শূন্য সংকেত থেকে টেলিকমিউনিকেশনস সিস্টেম বুঝে নেবে যে এই কলটি বাংলাদেশের ভেতরে যোগাযোগ করতে চায়।

যদি বাইরের কোন দেশ থেকে কল করতে হয়, তাহলে প্রথমে ০০৮৮ লিখে তারপর ০ নম্বর টিপতে হবে। কারণ ০০ অর্থ আন্তর্জাতিক কল, ৮৮ হলো বাংলাদেশ, তারপর ০ দিয়ে শুরু মানে মোবাইলে বাংলাদেশের ভেতরে কল যাবে।

বাংলাদেশের কোড হলো ৮৮০। যদি নম্বরটি ০১৫... তাহলে টেলিটক, আর ০১৭...... হলে সেটা হবে গ্রামীণফোন ইত্যাদি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]