19733

ঢাবি ক্যাম্পাসে ইভটিজারকে কলার ধরে, পিটিয়ে পুলিশে দিলেন তরুণী

ঢাবি ক্যাম্পাসে ইভটিজারকে কলার ধরে, পিটিয়ে পুলিশে দিলেন তরুণী

2020-10-14 20:54:55

দেশজুড়ে যখন নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইভ টিজিংয়ের ঘটনা ঘটল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ দুপুরে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মেয়েকে ইভ টিজিং করেন চা বিক্রেতা রুক্ক মিয়া। মেয়েটি সঙ্গে সঙ্গে তার কলার চেপে ধরেন এবং প্রতিবাদ করেন।

মেয়েটি জোরগলায় ওই ইভটিজারকে বলেন যে আপনি বাজে মন্তব্য করেছেন। লোকটি তখন অস্বীকার করেন। একপর্যায়ে মেয়েটি তাকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। ঘটনা শুনে তারাও তাকে চড়-থাপ্পড় মারেন। ঘটনাস্থলের একটু দূরে টিএসসির সামনে থাকা পুলিশ এসে তাকে উদ্ধার করে।

পরে লোকটি ঘটনার সত্যতা স্বীকার করে তাদের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন‌। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এখন তিনি শাহবাগ থানা পুলিশের হেফাজতে আছেন।

ইভটিজার রুক্ক মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই থানার মুড়িয়াক গ্রামে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]