19835

পরীক্ষা নেওয়ার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

পরীক্ষা নেওয়ার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

2020-10-19 01:29:01

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক সম্মান শ্রেণির শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে বিভিন্ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

বক্তারা বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হোক। তা না হলে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের ডিগ্রী দিয়ে চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করুন।
এভাবে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। ২০১৯ সালে অনার্স শেষ হওয়ার কথা থাকলেও ২০২০ সাল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অনার্স শেষ হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ১৬তম ব্যাচের শিক্ষার্থী মারুফ হাসান, বোরহানুল হক বিপু, জাহিদ হাসান, রাগীব হাসান সিফাত, ফরহাদ, লুকাসসহ আরো অনেকে। মানববন্ধন শেষে হাবিপ্রবির রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে হাবিপ্রবির রেজিস্ট্রার মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, তার আলোকে আমাদের বিশ্ববিদ্যালয়েও কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com