20139

ধান্দাবাজদের নেতা হিসেবে মানবেন না: নুর

ধান্দাবাজদের নেতা হিসেবে মানবেন না: নুর

2020-11-03 20:56:45

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আজকের রাজনীতি তো দুর্বৃত্তদের জন্য। যারা কালো টাকার মালিক তাদের জন্য। সেজন্য রাজনীতিতে সংস্কার আনতে হবে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।

এ সময় নুর বলেন, ‘রিকশা না চললে মানুষ অচল হয়ে যাবে। রিকশা কীভাবে চলবে সেটার আইন-কানুন আপনারা ঠিক করেন। আপনারা যে হঠকারী সিদ্ধান্ত নেন তার কারণেই বারবার বিশৃঙ্খলা তৈরি হয়। আজ মেয়র হয়েছেন, সচিব হয়েছেন, আপনারা কী বুঝবেন শ্রমিকদের কথা।

তিনি বলেন, শুধু এসি রুমে বসে রাজনৈতিক বক্তব্য দিয়ে আর ‘সহমত ভাই’ হিসেবে যারা রাজনীতি করে, এই রাজনীতি দিয়ে ৫০ বছরেও এই দেশে কোনও পরিবর্তন হয়নি। একটি দুর্বৃত্ত শ্রেণি গড়ে উঠেছে। রাজনীতিতে রিকশাওয়ালা, পুলিশ, আর্মি, সিভিল সবার অংশগ্রহণ করতে হবে। সেই জায়গা থেকে তাদের সেই সুযোগ করে দিতে হবে।

ডাকসু সাবেক ভিপি নুর বলেন, শ্রমিক লীগ কথা বলেছে স্মারকলিপি দিয়েছে। শ্রমিক লীগ নেতার পাঁচটি বাস, তার তিনটি গার্মেন্টস ফ্যাক্টরি, তার ঢাকায় ছয়-সাতটি ফ্ল্যাট। সে কিসের শ্রমিক নেতা। সেজন্য বলছি ধান্দাবাজদের নেতা হিসেবে মানবেন না। আপনার পাশে যে দাঁড়ায় আপনারা তাকে নেতা মানবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনও শক্তি নাই আপনাদের সঙ্গে অন্যায় করার। কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একজনকে মারলে আরেকজনের দৌড়ে পালানো যাবে না।

তিনি আরো বলেন, হেফাজতে ইসলামী বাংলাদেশ ৫ মে তাদের দাবি নিয়ে আপস করেনি। তারা লাশ হয়েছে কিন্তু তারা আপস করেনি। আন্দোলন সংগ্রাম করতে হলে নৈতিক জোর লাগবে।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]