20164

আবারও অলরাউন্ডার র‌্যাঙ্কিং এর শীর্ষে সাকিব

আবারও অলরাউন্ডার র‌্যাঙ্কিং এর শীর্ষে সাকিব

2020-11-05 02:54:39

আবারো আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিং-এ ১ নম্বরে ফিরলেন দীর্ঘ ১ বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান। ঠিক যেন ফিরে এলেন দেখলেন জয় করলেন তার হারানো সম্রাজ্য।

পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজের পর আইসিসি যে হালনাগদ করা অলরাউন্ডার র‌্যাঙ্কিং প্রকাশ করে তাতে সাকিব আল হাসান ৩৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন।

এরআগে, গত ২৯ অক্টোবর থেকে সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞামুক্ত হলেন বাংলাদেশ দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যে সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত করে আইসিসি। সাকিবের অপরাধ ছিল, তিন বার বাজিকরের কাছ থেকে প্রস্তাব পেয়েও আইসিসি বা বিসিবিকে জানাননি তিনি। সেই অপরাধে এক বছর সব ধরনের ক্রিকেট থেকে বাহিরে থাকেন সাকিব।

 

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com