শিক্ষা সেবায় দেশের সীমানা পেরিয়ে বাউবি
2020-11-16 02:23:34
২৮ বছরে এসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা সেবায় দেশ সীমানা ছাড়িয়ে প্রবাসী কল্যাণে এগিয়ে এসেছে। উন্মুক্ত ও দূরশিক্ষণ ব্যবস্থাপনা নির্ভর দেশের দ্বিতীয় বৃহত্তম এ বিশ্ববিদ্যালয়টি আপামোর জনগণের সকলের, সব বয়সের নারী পুরুষ সবার শিক্ষা চাহিদা পূরণের জন্য শিক্ষার্থীর দোরগোড়ায় পাঠদানের পৌঁছে গেছে।
বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো: আবুল কাসেম শিখদার জানান, এবার প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের কর্মযোগ্যতা বাড়াতে শিক্ষা সেবার জন্য বাউবি তার শিক্ষা কার্যক্রম এশিয়ার বিভিন্ন দেশে চালু করেছে। দক্ষিণ কোরিয়ার সিউল, সৌদি আরবের চার শহর মক্কা, দাম্মাম, রিয়াদ, মদীনায় শিক্ষা প্রোগ্রাম পরিচালনা করছে। সিউলে HSC ও তিন বছর মেয়াদী BA প্রোগ্রাম চালু হয়েছে। বাংলাদেশ দূতাবাস সিউল এ শিক্ষা প্রোগ্রাম বাস্তবায়নে প্রত্যক্ষ সহযোগিতা করছে।
লার্ণিং ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারসহ জুম ওয়েবিনিয়ারে গাজীপুর হতে ক্লাস, ই বুক, ই প্লাটফর্ম, ইউটিউব, মোবাইল এ্যাপস তথা তথ্য প্রযুক্তির সর্ববিধ ব্যবহারের মাধ্যমে শিক্ষা সুবিধা বিস্তরণে শিক্ষার্থীর কাছাকাছি বাউবি পৌঁছে যাচ্ছে। অনলাইনে ভর্তি রেজিস্ট্রেশন, ই টিউটোরিং, সকল স্টাডি মেটেরিয়েল, শিক্ষার্থী সংযোগে শিক্ষক ফোকাল পয়েন্ট সবই দেয়া হচ্ছে। এ জন্য মূল ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল একাডেমিক উয়িং নামে পৃথক অফিস চালু করা হয়েছে।
আগামী জানুয়ারি ২০২১ সাল হতে কাতারের দোহায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে এইচ এস সি প্রোগ্রাম চালু হতে যাচ্ছে। দুবাই, বাহরাইনেও এ শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাব্যতা দেখা হচ্ছে।
উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নে বর্তমান সরকারের অঙ্গীকারকে এগিয়ে নিয়ে যেতে বিশ্ববিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে তার দায়িত্ব পালনে বদ্ধপরিকর। প্রবাসী শ্রমজীবীদের মান উন্নয়নে ভিসা ক্যাটগরি পরিবর্তনে দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষার ভূমিকা রয়েছে। এ লক্ষ্যেই বাউবি কাজ করে চলেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি বিষয়টি মনিটোরিংসহ শিক্ষকদের উৎসাহ দিয়ে চলেছেন।