20608

উড়ো চিঠিতে রাবি অধ্যাপককে ‘প্রাণনাশের হুমকি’

উড়ো চিঠিতে রাবি অধ্যাপককে ‘প্রাণনাশের হুমকি’

2020-12-08 17:38:14

উড়ো চিঠিতে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগর।

এই ঘটনায় রোববার রাতে তিনি মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে ওসি সিদ্দিকুর রহমান জানান।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত রোববার তিনি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের মাধ্যমে একটি বেনামী চিঠি পান। এতে তাকে তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জিডিতে উল্লেখ করা হয়েছে, “ওই চিঠিতে বলা হয়-যতই মামলা করিস তার কোনো লাভ হবে না। এটা মনে রাখিস তোর লোকের চাকরি হবে না আসগর। তোর খবর করে দিব। সাবধান থাকিস তোরে ঘিরে আছি আমরা। চুপ থাক, না হলে বাঁচবি না। তোরে খামু, তোর মামলাও খামু।”

জিডিতে তিনি আরও বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক নিয়োগ বিষয়ে আমি ২০১৯ সালের ১৮ অগাস্ট হাই কোর্টে রিট পিটিশন করি। ওই পিটিশনের ভিত্তিতে ২০২০ সালের ২৯ জানুয়ারি হাই কোর্টের রায়ে বিভাগের তিনজন শিক্ষকের নিয়োগ বাতিল হয়।”

তিনি জানান, এরপর ওই শিক্ষকরা আপিল বিভাগে যান। বর্তমানে তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে।

মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, “আমরা জিডি পেয়েছি। এই বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।”

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]