20638

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ষড়যন্ত্র: হেফাজত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ষড়যন্ত্র: হেফাজত

2020-12-10 20:16:00

সেক্যুলারিজমের নামে ইসলাম বিদ্বেষী বক্তব্য বন্ধ করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এসময় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গাকে ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন হেফাজত নেতারা। তারা বলেন, কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙা ষড়যন্ত্রের অংশ। সে ঘটনায় হেফাজতে ইসলামের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, হেফাজতে ইসলাম আইন নিজের হাতে তুলে নেয়াটা বিশ্বাস করে না। আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান বক্তারা।

তারা বলেন, দোলাইরপাড়ে নির্মিতব্য ভাস্কর্য নির্মাণ ইসলাম পরিপন্থী, অবিলম্বে সেই ভাস্কর্য নির্মাণ বন্ধ করতে হবে। এছাড়া শীতকালীন ইসলামি জলসা আয়োজনে সকল প্রশাসনিক বাধা দূর করার আহ্বান জানায় হেফাজতে ইসলাম।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]