20685

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ বরাদ্দে সংশোধনী আসছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ বরাদ্দে সংশোধনী আসছে

2020-12-14 03:51:07

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাডেমিক ও আবাসিক ভবন নির্মাণে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দের অর্থে সংশোধন আনা হচ্ছে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও আবাসিক ভবন নির্মাণ’ নামের প্রকল্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাস্তবায়ন করছে।

চলতি অর্থবছরে এ প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ৯৮ কোটি টাকা। এর মধ্যে মূলধন ৯৭ কোটি ১ লাখ এবং ৯৯ লাখ টাকা রাজস্ব খাতের। এখন সংশোধন করে করা হচ্ছে- মূলধন ৯৭ কোটি ৫০ লাখ টাকা এবং ৪৯ লাখ ৪৪ হাজার টাকা রাজস্ব খাতের। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যিালয়ে একটি অ্যাপ্লাইড বায়োইঞ্জিনিয়ারিং গবেষণা ইনকিউবেটর স্থাপন’ প্রকল্পটি এডিপিতে অন্তর্ভুক্তিসহ নতুন বরাদ্দ চাওয়া হয়েছে।

প্রকল্পটির জন্য চলতি অর্থবছরে ‘নতুন প্রকল্পের বরাদ্দ (থোক)’ খাত থেকে বরাদ্দ চাওয়া হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা। তার মধ্যে রাজস্ব ৫৫ লাখ ও মূলধন ৮ কোটি ৯৫ লাখ টাকা।

প্রকল্পটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করছে।

এসএম/টিআর

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]