20799

‘ডাকসু হামলার বর্ষপূর্তি’তে বিক্ষোভ ভিপি নূর ও তার সংগঠনের

‘ডাকসু হামলার বর্ষপূর্তি’তে বিক্ষোভ ভিপি নূর ও তার সংগঠনের

2020-12-22 23:11:35

গেল বছর ডাকসুর ভিপি থাকা অবস্থায় ডাকসু ভবনে হামলার শিকার হয়েছিলেন নুরুল হক নূরসহ সাধারণ ছাত্র অধিকার পরিষদের অন্তত ১৫ সদস্য। হামলার সময় ভাংচুর করা হয় নূরের কক্ষের কম্পিউটার, চেয়ারসহ আসবাবপত্র। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে ছাত্রলীগ নেতা-কর্মীদের তৎপর দেখা গেলেও মুক্তিযুদ্ধ মঞ্চ কিংবা ছাত্রলীগ কেউই দলগতভাবে এই হামলার দায় স্বীকার করেনি।

সেই ঘটনার বর্ষপূর্তি পালন করলেন নূর ও তার সংগঠন। মঙ্গলবার ২২ (ডিসেম্বর) সকাল ১১টায় শাহবাগের সামনে থেকে কালো পতাকা মিছিলের আয়োজনের কথা থাকলেও বেলা ১২টায় নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল বের করেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে। মিছিলে নেতৃত্ব দেন ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর।

এ সময় সংগঠনের নেতা-কর্মীরা হামলার বিচারের দাবিতে প্রতিবাদী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ সময় দেয়া বক্তব্যে নূর আদালতে পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করেন।

২০১৯ এর শুরুতে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অধিকাংশ পদে বর্তমান ক্ষমতাসীর দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ২৫টি পদের মধ্যে ২৩টি পদে জয়ী হলেও, ডাকসুর ভিপি পদে নির্বাচিত হন কোটা সংরক্ষণ আন্দোলনকারীদের প্যানেল এবং সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর আর সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয় আক্তার হোসেন। এরপর কয়েক দফায় হামলার শিকার হন নুরুল হক নূর।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]