20846

আল্লামা শফীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি

আল্লামা শফীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি

2020-12-26 13:30:04

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীকে নির্যাতন ও মানসিক নিপীড়ন চালিয়ে হত্যার অভিযোগ করে এর বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন ৩১৩ আলেম।

গতকাল শুক্রবার মহিব্বিনে আহমদ শফী ফাউন্ডেশন বাংলাদেশের প্রচারসচিব মাওলানা মুফতি আবদুস ছাত্তারের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‌‘গত বুধবার (২৩ ডিসেম্বর) হাটহাজারী মাদ্রাসায় জুনায়েদ বাবুনগরী তাঁর আপন মামা ও হাটহাজারী মাদ্রাসার কিছু নিরীহ ওস্তাদদের সঙ্গে নিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন, তার মাধ্যমে তিনি একটি কথা বারবার তুলে ধরেছেন, তা হলো আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। যদি স্বাভাবিক মৃত্যু হয়, তবে তদন্ত হলে সমস্যা কোথায়?’

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ঢাকার মুফতি ওসমান, মুফতি নুরুল ইসলাম, আবদুল কাদের, মুফতি সাইফুল ইসলাম, মুফতি খেফায়ত উল্লাহ, চট্টগ্রামের মুফতি সিরাজুল ইসলাম, সাইফুদ্দিন কাসেমী, সিলেটের মুস্তাফা কামাল, নোয়াখালীর মুফতি নোমান কাসেমী, কুমিল্লার রহিম উল্লাহ নোমানী ও চাঁদপুরের আবদুল হক প্রমুখ।
আল্লামা আহমদ শফী গত ১৮ সেপ্টেম্বর মারা যান। ৩ মাস পর ১৭ ডিসেম্বর তাঁকে হত্যার অভিযোগে চট্টগ্রামের আদালতে মামলা করেন তাঁর শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন। আসামি করা হয় হেফাজতের ৩৬ জনকে। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী গত বুধবার সংবাদ সম্মেলন করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]