21000

হাসপাতাল সংলগ্ন রাস্তার শব্দ নিয়ন্ত্রণে সাবেক ভিসির খোলা চিঠি

হাসপাতাল সংলগ্ন রাস্তার শব্দ নিয়ন্ত্রণে সাবেক ভিসির খোলা চিঠি

2021-01-06 20:34:11

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সাবেক ভিসি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান। তিনি মঙ্গলবার (৫ জানুয়ারি) রাস্তার শব্দ নিয়ন্ত্রণে ফেসবুকে আইজিপি ড. বেনজীর আহমেদের কাছে একটি খোলা চিঠি লিখেছেন।

চিঠিটি হুবহু তুলে ধরা হলো:

জনাব,

আমি গত কয়েকদিন যাবত সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছি। আপনি নিশ্চয় জানেন, শাহবাগস্থ দেশের সবচেয়ে বড় এই হাসপাতাল এবং বারডেম হাসপাতালে প্রচুর রোগী ভর্তি থাকে সারা বছর। অথচ দু:খের বিষয়, রাস্তায় চলাচলরত যানবাহন ও হর্নের শব্দের জন্য প্রতিটি রোগীকে ২৪ ঘণ্টাই বিকট শব্দের শিকার হতে হয়।

অথচ অসুস্থতাবস্তায় রোগীর ভালো ঘুমের দরকার। নিদ্রাহীনতা অসুস্থতা আরও বাড়িয়ে দেয়। তাছাড়া রোগীরা এমনিতেই মানসিকভাবে পর্যুদস্ত থাকে। এর মধ্যে কান ফাঁটানো ভয়ংকর শব্দে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়তে পারে।

আমরা জানি, ইতোমধ্যে অনেক জনহিতকর কর্মসূচি সাহসীকতার সঙ্গে বাস্তবায়ন করেছেন আপনি। দেশের মানুষ সে কথা মনেও রেখেছে। বিশেষ করে জঙ্গি দমনের মতো চ্যালেঞ্জ বাস্তবায়ন, মাদক নিয়ন্ত্রণ, জীবণানাশক ওষুধ মেশানো বা খাদ্যে ভেজাল রোধ ইত্যাদি।

আমি বিএসএমএমইউ-র উপাচার্য থাকা অবস্থায় শাহবাগে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ও হাসপাতালের চারপাশে হকার উচ্ছেদে আপনার সক্রিয় সহযোগিতা সব সময় পেয়েছি যা স্মরণীয় হয়ে আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যুগে যান চলাচল আরো বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। কিন্তু এত বড় দুটো হাসপাতালের আশপাশে শব্দদূষণ রোগীদের জন্য খুবই ক্ষতিকর। এই দূষণ থেকে দেশবাসীকে তথা রোগীদের ক্ষতি থেকে রক্ষা করতে আপনার জরুরি দৃষ্টি কামনা করছি। আশা করি, আপনার বিশেষ উদ্যোগে এবার জরুরি গুরুত্বপূর্ণ এই সমস্যার সমাধান হবে।

আপনি অবিলম্বে শাহবাগ এলাকাসহ দেশের সকল হাসপাতালের আশপাশের সড়কগুলোতে শব্দ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করে বাধিত করুন। আপনার প্রতি দেশবাসীর গভীর আস্থা রয়েছে। আমাদের বিশ্বাস, এ সমস্যার একটি স্থায়ী সমাধান আপনার মাধ্যমে দ্রুত বাস্তবায়ন হবে।

আপনার ও আপনার পরিবারের জন্য অশেষ শুভ কামনা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]