21140

বাংলাদেশ থেকে কমনওয়েলথ স্কলারশিপ পেলেন ২৩৩ জন

বাংলাদেশ থেকে কমনওয়েলথ স্কলারশিপ পেলেন ২৩৩ জন

2021-01-19 05:31:33

কমনওয়েলথ স্কলারশিপ (পিএইচডি) চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ২৮৬ জনের মধ্য থেকে ৩৩ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে ইউজিসি। ৬টি ক্যাটাগরির ৩১টি বিষয় থেকে এই ৩৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত শুক্রবার ইউজিসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের ১৮ জানুয়ারির মধ্যে কমনওয়েলথ কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিকস অ্যাপ্লিকেশন সিস্টেম (ইএএস) ফরম পূরণ করে ২২ জানুয়ারির মধ্যে অফিস চলাকালে ইউজিসি কার্যালয়ে হার্ড কপি জমা দিতে হবে।

কমনওয়েলথ স্কলারশিপ ২০২১-এর জন্য এবার মোট ৩৩৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে যোগ্য ২৮৬ জনের ফিটলিস্টের তালিকা করে ১১ জানুয়ারি প্রকাশ করে ইউজিসি।

১৪ জানুয়ারি পাঁচটি বোর্ডের মাধ্যমে ফিটলিস্টে থাকা প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখান থেকে ৩৩ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

গত ১৯ ডিসেম্বর কমনওয়েলথ স্কলারশিপ-২০২১–এর জন্য বাংলাদেশি শিক্ষার্থী ও আগ্রহীদের কাছে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউজিসি। করোনার কারণে এবার শুধু পিএইচডি প্রোগ্রামের স্কলারশিপ দেওয়া হচ্ছে। মাস্টার্স প্রোগ্রামের কোনো স্কলারশিপ এবার নেই।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]