21150

বাংলাদেশিদের জন্য এ বছর আছে ১১ স্কলারশিপ

বাংলাদেশিদের জন্য এ বছর আছে ১১ স্কলারশিপ

2021-01-19 20:02:30

উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে। এগুলোর মধ্য কমনওয়েলথ স্কলারশিপস, চার্লস ওয়ালেস প্রফেশনাল ভিজিটিং প্রোগ্রাম, হর্নবি স্কলারশিপস, উইমেন ইন স্টেম স্কলারশিপস এবং জিআরইএটি (গ্রেট) স্কলারশিপ অন্যতম। আগ্রহী শিক্ষার্থীদের এসব স্কলারশিপ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দিতে গত রোববার ব্রিটিশ কাউন্সিল ‘দ্য স্টাডি ইউকে স্কলারশিপস ২০২১: #উই বিলিভ ইন এডুকেশন’ শীর্ষক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছিল।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্টাডি অ্যাব্রোড কাউন্সেলর, আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার, দেশি ও বিদেশি এনজিও, ব্রিটিশ হাইকমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর প্রোগ্রাম জেসিকা ম্যাগসনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। তিনি ৭০ বছর ধরে বাংলাদেশের শিক্ষা খাতে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। এরপরই ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল এডুকেশন সার্ভিসেস ম্যানেজার সৈয়দ তীর্থ মাহমুদ বক্তব্য দেন।

জিআরইএটি (গ্রেট) স্কলারশিপ ২০২১ যুক্তরাজ্যের ৪১টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্টাডি ইউকে ক্যাম্পেইনের আওতায় চালু করা হয়েছে, যা বাংলাদেশ, চীন, মিসর, ঘানা, কেনিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের যুক্তরাজ্যে বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে দেবে। চলতি বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১১টি স্কলারশিপ রয়েছে। প্রতিটি স্কলারশিপের আবেদনের শেষ সময় বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা। ডেডলাইন জানতে আগ্রহীদের পছন্দের ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করতে হবে।

বিস্তারিত জানতে https://www.britishcouncil.org.bd/en/great-scholarships-bangladesh এ ভিজিট করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের।

ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এডুকেশন ডেভিড মেনার্ড এক প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের নানা দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল যুক্তরাজ্যে শিক্ষা গ্রহণের সুবিধা এবং কীভাবে এই শিক্ষা ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ প্রদানে এসব স্কলারশিপ প্রোগ্রামের গুরুত্বের ওপর আলোচনা করেন। তিনি বলেন, এই স্কলারশিপ প্রোগ্রাম বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বিস্তৃত পরিসরের সুযোগ তৈরি করছে। এই প্রোগ্রাম তাঁদের দক্ষতা, সাংস্কৃতিক সচেতনতা ও অন্যরা কীভাবে কাজ ও চিন্তা করে, তা বুঝতে সহায়তা করে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]