2118

ঢাবি উপাচার্যের সঙ্গে ক্যাম্পাস সাংবাদিকদের মতবিনিমিয়

ঢাবি উপাচার্যের সঙ্গে ক্যাম্পাস সাংবাদিকদের মতবিনিমিয়

2017-09-13 03:48:27

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপাচার্যের দফতর সংলগ্ন লাউঞ্জে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদের নেতৃত্বে সমিতির সদস্যরা ফুল দিয়ে উপাচার্যকে অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

মতবিনিময়কালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো সাংবাদিকরা। তোমাদের লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। এই অবস্থার পিছনে পূর্বের উপাচার্যের ভূমিকা রয়েছে। আমাদের মূল কাজ হবে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে কাজ করা। আমাদের প্রতিষ্ঠানের যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান করা। সেক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদার ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এর আগে সমিতির সদস্যরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে ফুল দিয়ে বিদায় জানান।

 

এমএসএল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]